মালদা

মালদার হবিবপুর থানা এলাকায় পথ দুর্ঘটনা, মৃত ৪, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বেশ কয়েকজন

পথ দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের৷ আজ দুর্ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ১২ মাইল এলাকা থেকে দোকলাঘাট যাওয়ার রাস্তায়৷ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন৷ তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের মধ্যে প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। 

            দুর্ঘটনাটি ঘটেছে মালদার ১২ মাইল থেকে দোকলাঘাট যাওয়ার রাস্তায় সোনাবান এলাকায়৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকলাঘাটের কয়েকজন বাসিন্দা একটি ম্যাজিক গাড়ি ভাড়া করে মঙ্গলবার রাতে পাকুয়া গিয়েছিলেন৷ আজ তাঁরা গ্রামে ফিরছিলেন৷ সোনাবান এলাকায় সেই গাড়িটি দাউদ মুর্মু (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রথমে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভবঘুরের৷ সংঘর্ষ টের পেয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন৷ তখনই খানিকটা এগিয়ে গাড়িটি দ্বিজেন মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে আহত হয় সে। পর পর দুটি দুর্ঘটনায় বেসামাল হয়ে পড়েন গাড়ির চালক৷ তিনি সেখান থেকে দ্রুতগতিতে পালানোর চে্ষ্টা করেন ৷ তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি তালগাছে ধাক্কা মারলে আহত হয় গাড়িচালক শ্যামলাল মুর্মুর (২২)৷ সংঘর্ষে আহত হন আরও ৪ জন যাত্রী৷ স্থানীয় মানুষজন খবর দেন হবিবপুর থানায়৷ সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের স্থানীয় বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেয়৷ সেখান থেকে আহতদের রেফার করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আহতদের মধ্যে দুর্ঘটনা স্থলে মৃত্যু হয় এক জনের। এরপর হাসপাতালে মৃত্যু হয় বাকি তিন জনের।